প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: নেত্রকোণা-৪ আসনের (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হতে যাচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান।
তিনি জানান, সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এতে সাজ্জাদুল হাসান ব্যতীত অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হলে এবং প্রার্থিতা প্রত্যাহার না করলে রিটার্নিং কর্মকর্তা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করবেন।
ইসি ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই। আপিল দায়ের ২৬ থেকে ২৮ জুলাই। আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩০ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই। প্রতীক বরাদ্দ ১ আগস্ট।
আইন অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে একক বৈধ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
সাজ্জাদুল হাসান সরকারের সাবেক সিনিয়র সচিব ছিলেন। গত ১১ জুলাই সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। তিনিও আওয়ামী লীগ থেকে নির্বাচিত ছিলেন। এই আসনের দায়িত্ব পেলে সাজ্জাদুল হাসানই হবে সবচেয়ে কম সময়ের সংসদ সদস্য।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech