কুলাউড়ায় পরিত্যক্ত বাথরুমে নারীর অর্ধগলিত লাশ

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২৩

কুলাউড়ায় পরিত্যক্ত বাথরুমে নারীর অর্ধগলিত লাশ

ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় পরিত্যক্ত একটি বাথরুম থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পৌরসভাস্থ দক্ষিণ বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পৌরসভাস্থ দক্ষিণ বাজার এলাকার ইয়াকুব আলী বিল্ডিংয়ের পিছন থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিলো। পরে বিল্ডিংয়ের পিছনে গিয়ে পরিত্যক্ত একটি বাথরুমে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাশটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ওই বাথরুমে ছিলো। ৩৫ বছরের অজ্ঞাত ওই নারীর লাশ ফুলে গিয়ে মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ অনেকটা বিকৃত হয়ে গেছে। লাশটিতে পঁচন ধরেছে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, উদ্ধার হওয়া নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় অনুসন্ধানে কাজ চলছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ