শাহরুখের সঙ্গে নাচলেন এক হাজার নারী!

প্রকাশিত: ৪:২৬ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২৩

শাহরুখের সঙ্গে নাচলেন এক হাজার নারী!

বিনোদন ডেস্ক :: বলিউড বাদশা শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘জওয়ান’। এর মাধ্যমে প্রথমবার ভারতের দক্ষিণী নির্মাতার নির্দেশনায় কাজ করলেন এই অভিনেতা। ফলে ‘জাওয়ান’ নিয়ে দর্শকদের আগ্রহের পারদ বেশ চড়া।

 

শিগগিরই মুক্তি পাবে সিনেমাটির প্রথম গান ‘জিন্দা বান্দা’। গানটিতে এক হাজারের বেশি নারী নৃত্যশিল্পী পারফর্ম করেছেন।

 

একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, চেন্নাইয়ে বিশাল সেট নির্মাণ করে গানটির শুটিং হয়েছে পাঁচ দিন। চেন্নাই, হায়দরাবাদ, ব্যাঙ্গালুরু ও মুম্বাইয়ের এক হাজারের বেশি নারী নৃত্যশিল্পী এতে পারফর্ম করেছেন। গানটিতে নারী নৃত্যশিল্পীর সঙ্গে শাহরুখ খানকেও দেখা যাবে। এ গানের জন্য নির্মাতারা ১৫ কোটি রুপি ব্যয় করেছেন।

 

‘পাঠান’ ছবির মতোই মুক্তির আগেই মোটা অঙ্কের অর্থ আয় করেছে ‘জওয়ান’। শাহরুখ খানের ঘনিষ্ঠজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘জওয়ান’ সিনেমার স্যাটেলাইট ও গানের ডিজিটাল স্বত্ত্ব ২৫০ কোটি রুপিতে বিক্রি হয়েছে।

 

বক্সঅফিস ওয়ার্ল্ডওয়াইড এক প্রতিবেদনে জানিয়েছে, ‘জওয়ান’ সিনেমার গানের স্বত্ত্ব কেনার জন্য অনেক কোম্পানি চেষ্টা করেছে। তবে ৩৬ কোটি রুপিতে সিনেমাটির গানের স্বত্ত্ব কিনেছে টি-সিরিজ।

 

‘জওয়ান’ সিনেমা পরিচালনা করছেন তামিল সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। এতে তার বিপরীতে আছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন সানায়া মালহোত্রা, যোগী বাবু।

 

একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি। অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন ও থালাপতি বিজয়ের মতো তারকা।

 

২২০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় একযোগে মুক্তি পাবে সিনেমাটি।

 

-সূত্র: ইন্ডিয়া টুডে

0Shares