প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা আয়োজনে দুই দিনব্যাপী সাহিত্যমেলা ২০২৩ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ মহসিন অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন করা হয়।বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যকদের সৃষ্টি কর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় এই সাহিত্য মেলার আয়োজন করে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও বিশিষ্ট আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী রাজা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।লেখক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ। মূল প্রবন্ধ পাঠ করেন শিক্ষক ও প্রাবন্ধিক দীপেন্দ্র ভট্টাচার্য এবং সূরকার ও সাংস্কৃতিকর্মী বুলবুল আনাম।আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তিকার ও সাংস্কৃতিকর্মী দেবাশীষ চৌধুরী, কবি ও গবেষক ড. এসএম মোতাকাব্বির মাসুদ, কবি ও শিশুসাহিত্যিক চন্দনকৃষ্ণ পাল, ছড়াকার ও শিশুসাহিত্যিক অধ্যাপক অবিনাশ আচার্য।প্রবন্ধ পাঠ ও আলোচনায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা জ্যোতি সিনহা।সাহিত্য পাঠ ও আড্ডায় সভাপতি ছিলেন সাংবাদিক ও কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু।অনুষ্ঠানের বিভিন্ন অধিবেশনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সিলেট বিভাগীয় পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার।আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সাবেক সিনিয়র সহসভাপতি লেখক ইসমাইল মাহমুদ, কাওছার ইকবাল, আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, লেখক ও কলামিস্ট এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামানসহ লেখক, সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গনহ নানা শ্রেণির পেশার মানুষেরা অংশগ্রহণ করেন।উদ্বোধনী দিন বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত লেখকদের নাম নিবন্ধন, বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত লেখক কর্মশালা, ৪টা থেকে সাড়ে ৪টা উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত প্রবন্ধ পাঠ ও আলোচনা, সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সাহিত্যপাঠ ও আড্ডা এবং সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল।প্রবন্ধের বিষয় ছিল শ্রীমঙ্গল উপজেলার সাহিত্য ও সংস্কৃতি। লেখক কর্মশালায় কবিতা, ছড়া, কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ, প্রভৃতি রচনার কলাকৌশল এবং পদ্ধতিগত দিক নিয়ে আলোচনা করা হয়। রাত সাড়ে টায় প্রথম দিনের অনূষ্ঠান শেষ হয়। আগামীকাল দিনব্যাপী বই মেলায় থাকবে স্থানীয় লেখকদের বই প্রদর্শন ও বিক্রি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech