ঢাকা ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
জুড়ীতে টিলা কাটায় ১০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক: জুড়ীতে অবৈধভাবে টিলা কাটার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জুড়ী উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরনাল ইউনিয়নের বড়ডহর গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ তিন-চার দিন ধরে তার একটি টিলার মাটি শ্রমিকদের দিয়ে কাটছিলেন। বসতঘর নির্মাণের অজুহাতে টিলাটি কাটা হচ্ছিল।
খবর পেয়ে শনিবার (২৯ জুলাই) দুপুরে জুড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আব্দুল লতিবকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে সহকারি কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী সত্যতা নিশ্চিত করে বলেন, টিলা কেটে যারা পরিবেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচানা করা হবে।