প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩
চট্টগ্রাম-১০ উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫২ হাজার ৯২৩ ভোট।
রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মিলনায়তনে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী নির্বাচনী ফলাফল সংগ্রহ ও তথ্য পরিবেশন কেন্দ্র থেকে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।
নির্বাচনে ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটারের মধ্যে মোট ভোট পড়েছে ৫৭ হাজার ১৫৩টি। এতে ভোট পড়েছে মোট ভোটের ১১ দশমিক ৭০ শতাংশ।
ঘোষিত ফলাফলে ১৫৬ ভোট কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু পেয়েছে ৫২ হাজার ৯২৩ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. সামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট। তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের রশীদ মিয়া ছড়ি প্রতীকে পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী বেলুন প্রতীকে পেয়েছেন ৪৮০ ভোট, মনজুরুল ইসলাম ভূঁইয়া রকেট প্রতীকে পেয়েছেন ৩৬৯ ভোট।
রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি কেন্দ্র ও বুথে সিসিটিভি দিয়ে মনিটরিং করা হয়েছে। পুরো ভোটগ্রহণ অনুষ্ঠানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech