প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আজিজুল হক মানিকের রুহের মাগফিরাত কামনায় রোববার ক্লাব ভবনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মোনাজাত পরিচালনা করেন নগরীর সুবিদবাজারস্থ বায়তুল মাকছুদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সাদিকুর রহমান।
ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনুর পরিচালনায় দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ ও কবীর আহমদ সোহেল, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আহবাব মোস্তফা খান।
সভাপতির বক্তব্যে ইকবাল সিদ্দিকী বলেন, আজিজুল হক মানিক একজন সফল জনপ্রতিনিধির পাশাপাশি গুণী সাংবাদিক হিসেবে সর্বমহলে সুখ্যাতি অর্জন করেছিলেন। তাঁর মধ্যে নেতৃত্বের গুণাবলী, সততা, দায়িত্বশীলতা এবং কাজের প্রতি ছিল একাগ্রতা। তিনি ছিলেন প্রখর মেধাবী কর্মচঞ্চল একজন মানুষ। তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি এম এ হান্নান, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর, হুমায়ূন রশীদ চৌধুরী ও আতাউর রহমান আতা, সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াহইয়া ফজল, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, নির্বাহী সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ও আব্দুর রাজ্জাক, সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, সাবেক নির্বাহী সদস্য মো. মুহিবুর রহমান ও দিগেন সিংহ, সদস্য মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, নাজমুল কবীর পাভেল, মো. দুলাল হোসেন, লুৎফুর রহমান তোফায়েল, এম রহমান ফারুক, এ টি এম তুরাব, আবুল কালাম কাওছার, আব্দুল আউয়াল চৌধুরী শিপার, শাহ শরিফ উদ্দিন প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech