জুড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

জুড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডায়াল সিলেট ডেস্ক:  মৌলভীবাজারের জুড়ীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উপজেলা পর্যায়ের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে জুড়ী টি এন খানম সরকারি কলেজ মাঠে অনুষ্টিত খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে শিলঘাট চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে দক্ষিণ গোয়ালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং বঙ্গমাতা গোল্ডকাপে টাইব্রেকারে শামছ উদ্দিন আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে হারিয়ে পশ্চিম বটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।বঙ্গবন্ধু গোল্ডকাপে উপজেলা চ্যাম্পিয়ন দক্ষিণ গোয়ালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা গোল্ডকাপে উপজেলা চ্যাম্পিয়ন পশ্চিম বটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।খেলা শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও টুর্নামেন্টের সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ভূঁঞা’র সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান-এর পরিচালনায় অনুষ্টিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসাইন, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, জুড়ীর সাধারণ সম্পাদক মাসুক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্রধান শিক্ষক আজাদ উদ্দিন, জাহাঙ্গীর আলম, মুক্তি দত্তা, তাপস কান্তি রায়, অজয় কুমার দে, সুধন সূত্র ধর প্রমুখ।
এর আগে ইউনিয়ন পর্যায়ের খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোকামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরস্বতীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিলঘাট চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা গোল্ডকাপে বড়ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শামছ উদ্দিন আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

0Shares