মৌলভীবাজার জেলা যুবলীগের অবস্থান কর্মসূচি পালিত

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

মৌলভীবাজার জেলা যুবলীগের অবস্থান কর্মসূচি পালিত

মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার জেলা যুবলীগের নেতাকর্মীরা জেলার বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে সংঘবদ্ধভাবে অবস্থান নিয়েছে। সোমবার (৩১ জুলাই) সকাল থেকেই শহরের সেন্ট্রাল রোড়সহ বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করতে দেখা গেছে জেলা যুবলীগের নেতাকর্মীদের।
এসময় অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
এছাড়া অবস্থান কর্মসুচিতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন চৌধুরী ফাহিম, সাংগঠনিক সম্পাদক সুমেশ দাশ যীশু, শেখ রুমেল, অর্থ সম্পাদক সন্দ্বীপ দাস, উপ-দফতর সম্পাদক তুষার আহমদ, সহ-সম্পাদক সিতার আহমদ, সদস্য মবশ্বির আহমেদ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রনিসহ জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

0Shares