প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে লোডশেডিং আর অতিরিক্ত বিল বন্ধের দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করেছে বিক্ষুদ্ধ জনতা। এসময় মিছিল করে তারা।
মঙ্গলবার (১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার টেংরা ইউনিয়নে অসংখ্য লোকজন মোটরসাইকেল ও অটোরিকশাযোগে রাজনগর উপজেলা সদরে এসে মিছিল সহকারে অফিসের সামনে গিয়ে ২০ মিনিট ঘেরাও করে রাখে।
এসময় পল্লী বিদ্যুতের কর্মচারীরা তোপের মুখে পড়েছিলেন। দায়িত্বশীল কোনো কর্মকর্তা না থাকায় বিক্ষোভকারীরা ২ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়ে চলে যায়।
এ নিয়ে কথা হলে একামধু গ্রামের রেজান আহমদ বলেন, এলাকায় ভয়াবহ লোডশেডিং হচ্ছে। রাত-দিন মিলে ২-৩ ঘণ্টা বিদ্যুৎ থাকে। এতে আমাদের ছেলে-মেয়েদের পড়ালেখার ক্ষতি হচ্ছে। অতিষ্ঠ গরমে আমরা দুর্বিষহ জীবনযাপন করছি।
গণেশপুর গ্রামের তোফায়েল বলেন, একদিকে লোডশেডিং আর অন্য দিকে অতিরিক্ত বিল, দুটি আমাদের জন্য যন্ত্রণাদায়ক।
বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে জি এম এমদাদুল হককে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। অনেক চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech