তারেক-জোবায়দার কারাদণ্ডের রায়ের প্রতিবাদে সিলেটে রাস্তায় বিএনপি

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২৩

তারেক-জোবায়দার কারাদণ্ডের রায়ের প্রতিবাদে সিলেটে রাস্তায় বিএনপি

ডায়াল সিলেট রিপোর্ট :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী জুবায়দা রহমানের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ সংগঠন বুধবার বিকালে সিলেটে বিক্ষোভ মিছিল করেছেন। বিকাল ৫টার দিকে মিছিলটি মহানগরের জিন্দাবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে বন্দরবাজারে গিয়ে শেষ হয়।

 

মিছিলে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কাহের শামীমসহ মহানগর ও জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মিছিল পরবর্তী এক পথসভা মহানগরের বন্দরবাজারে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা তারেক-জুবায়দার বিরুদ্ধে রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুদকের করা এই মামলাকে মিথ্যা আখ্যা দিয়ে এ রায়ের তীব্র প্রতিবাদ জানান।

 

দুদকের করা এ মামলার রায়ে বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী জুবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। এর আগে গত ১৩ এপ্রিল পলাতক তারেক-জুবায়দা দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। মামলায় ৫৬ সাক্ষীর মধ্যে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। যুক্তি উপস্থাপন শেষে আদালত গত ২৭ জুলাই রায়ের ঘোষণার জন্য ২ আগস্ট দিন ধার্য্য করেন।

 

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে এ মামলা করে দুদক। তখন তারেক রহমান গ্রেপ্তার হয়েছিলেন। ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে তিনি সপরিবারে লন্ডনে চলে যান। এরপর আর দেশে ফেরেননি।

 

0Shares