ঢাকা ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনজুর রহমানের শ্রীমঙ্গল থানা পরিদর্শন
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার জেলার পর্যটন সমৃদ্ধ উপজেলার শ্রীমঙ্গল থানা পরিদর্শন করেছেন এ জেলার নবাগত পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) শ্রীমঙ্গল থানায় এসে পৌঁছালে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার পুলিশ সুপার’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে থানা প্রাঙ্গণে পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) কে শ্রীমঙ্গল থানার একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়।
শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ থেকে অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার থানা প্রাঙ্গণ এবং থানার আশপাশ ঘুরে দেখেন।
এ সময় নবাগত পুলিশ সুপার থানার ব্যারাক, খাবারের মেস, অস্ত্রাগার, থানা মালখানা, বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও মামলা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।