খেলতে চাইলে ক্ষমতা ছেড়ে রাস্তায় আসুন: ফখরুল

প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২৩

খেলতে চাইলে ক্ষমতা ছেড়ে রাস্তায় আসুন: ফখরুল

সরকারের পতন না দেখে ভগবান আমাকে চিতায় তুলবে না: গয়েশ্বর

 

ডায়াল সিলেট ডেস্ক :: সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে তিনি বলেন, খেলতে চাইলে ক্ষমতা ছেড়ে রাস্তায় আসুন।

 

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের সাজার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ফখরুল এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা- এই তিনটি ইউনিট এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

 

সরকারকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, ‘নির্বাচন না করে ক্ষমতায় যেতে পারলে কী আনন্দ, তাই না! খুব তো বলেছিলা খেলতে চাও, তাহলে ক্ষমতা ছেড়ে রাস্তায় আসো।’

 

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগকে সরানোর সংকট শুধু বিএনপির নয়, এটা জাতির সংকট। দুর্বার প্রতিরোধ গড়ে তুলে দানবকে পরাজিত করতে হবে।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বা ভারত কী বললো এতে আমরা মাথা ঘামাবো না। আমরা শুনবো জনগণ কী বলছে।’

 

মরণপণ যুদ্ধ করার হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগকে চেয়ারে বসতে দেওয়া যাবে না। এবার শেখ হাসিনার অধীন নির্বাচন করতে দেওয়া হবে না।’

 

বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগকে বিদায় নিতেই হবে। মামলা-হামলা করে আন্দোলন স্তব্ধ করা যাবে না। এই সরকারের পতন ঘটানো হবে তীব্র আন্দোলনের মাধ্যমে। তারেক রহমান গণতান্ত্রিক মানুষের ভরসার নাম।

 

মির্জা ফখরুল বলেন, ‘ইতিহাসের সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে মারা গেলেও তা নিরসনের উদ্যোগ নেই। এবার মরণপণ যুদ্ধ, সেই যুদ্ধ করেই এদের তাড়ানো হবে। সরকার কেরি কাটছে ফুটবল খেলার মতো। কিন্তু এই করেও লাভ হবে না।’

 

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতি সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান প্রমুখ।

সরকারের পতন না দেখে ভগবান আমাকে চিতায় তুলবে না: গয়েশ্বর

 

আওয়ামী লীগ সরকারকে জনগণ আর সময় দিতে চায় না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমার বিশ্বাস শেখ হাসিনার (বর্তমান সরকার) পতন না দেখে আমাকে ভগবান চিতায় তুলবে না। এই বিশ্বাস নিয়ে পথ চলছি।

 

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রীর বিরুদ্ধে সাজার রায়ের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

 

এসময় ২৯ জুলাই রাজধানীর ধোলাইখালে অবস্থান কর্মসূচি প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সেদিন আমি রাজপথে ছিলাম। আমাকে ছেড়ে কোনো নেতাকর্মী যায়নি। তারা যদি আমাকে ছেড়ে যেত হয়তো আমার লাশ পোস্তগোলা শ্মশানে থাকত।

 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সাহসে আমরা এই বয়সে সাহসী। আপনারা রাস্তায় থাকবেন, আমরা আপনাদের নেতৃত্ব দেবো। এবার যারা গণতন্ত্রের বিরোধিতা করবে তাদের ক্ষমা করার সুযোগ নেই বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ