প্রকাশিত: ৩:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: সম্প্রতি উপ-নির্বাচনে নেত্রকোনা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান এবং চট্টগ্রাম-১০ থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু শপথ গ্রহণ করেছেন। রবিবার সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নির্বাচিত এ দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান ও নবনির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech