স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২৩

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সিলেটের গোয়াইনঘাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার সিলেটের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সিদ্দিক আহমদ (৩৫) বিয়ানীবাজার উপজেলার শেওলা আদর্শগ্রামের (ঢেউনগর) মনসব আলীর ছেলে।

আদালতের পিপি নিজাম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২১ সালের ১২ মে স্ত্রী আলিমা বেগমকে নিয়ে শ্বশুরবাড়ি গোয়াইনঘাটের বীরকুলি গ্রামে বেড়াতে যান সিদ্দিক আহমেদ। পরদিন পরিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান আলিমা। ঘটনার সময় আলিমা বেগমের মা ফুলতেরা বেগম চিৎকার শুনে এগিয়ে গেলে তাঁকেও ছুরিকাঘাত করেন সিদ্দিক। এ ঘটনায় নিহতের বাবা নিজাম উদ্দিন বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা করেন।

২০২১ সালের ২৯ জুলাই সিদ্দিক আহমদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ২০২২ সালের ৮ জুন আসামির বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়। ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক গতকাল রায় ঘোষণা করেন।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ