আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানে সাধারণ নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে উঠছে। কারণ ইমরান খানের পর আরও এক সাবেক মন্ত্রীকে গ্রেফতার করলো পাকিস্তানের পুলিশ। এবার গ্রেফতার হলেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী তথা পিটিআই নেতা শাহ মাহমুদ কুরেশি।
শনিবার ইসলামাবাদ থেকেই তাকে গ্রেফতার করা হয়। ইমরান খানের পর মাহমুদ কুরেশির গ্রেফতারিতে পিটিআই আরও খানিক কোণঠাসা হলো বলে দাবি রাজনৈতিক মহলের।
এক সময়ের ইমরান খান-ঘনিষ্ঠ নেতা ছিলেন শাহ মাহমুদ কুরেশি। বর্তমানে তিনি পিটিআই-এর ভাইস চেয়ারম্যান। এদিন ইসলামাবাদে বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি। যদিও ঠিক কী কারণে তাকে গ্রেফতার করা হলো তা এখনো স্পষ্ট নয়।
যদিও শাহ মাহমুদ কুরেশিকে বেআইনিভাবে গ্রেফতার করেছে বলে অভিযোগ পিটিআই-এর। তাকে গ্রেফতার করতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসেছিল বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আবার কুরেশির গ্রেফতারির তীব্র নিন্দা করে টুইট করেছেন পিটিআই-এর সাধারণ সম্পাদক ওমর আয়ুব খান।
টুইটারে তিনি জানান, শাহ মাহমুদ কুরেশি সাংবাদিক সম্মেলন করে বাড়িতে যাওয়ার ২৫ মিনিট পরই তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আনোয়ার-উল-হক কক্করের সরকারকে ‘ফ্যাসিস্ট সরকার’ বলে কটাক্ষ করে আয়ুব খান লিখেছেন, কেয়াটেকার সরকার তার পূর্বসূরীর সব রেকর্ড ভেঙে দিয়েছে।
এর আগে মে মাসে ইমরান খান গ্রেফতার হওয়ার পরই গ্রেফতার হয়েছিলেন শাহ মাহমুদ কুরেশি। সেবার মধ্যরাতে কুরেশিকে গ্রেফতার করা হয় ও তাকে অপহরণ করা হয়েছে বলে শেহবাজ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল পিটিআই। পরে অবশ্য ছাড়া পেয়ে যান তিনি।
-সূত্র: ডন