প্রকাশিত: ৪:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩
বিনোদন ডেস্ক :: বাংলাদেশে নব্বই দশকের সবার জনপ্রিয় অভিনেতা সালমান শাহ। আজ ৬ সেপ্টেম্বর (বুধবার) এ অমর নায়কের ২৭তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুর এত বছর পরও সমানভাবে জনপ্রিয় সালমান শাহ। এ নায়ককে নিয়ে ভক্তরা আজও মাতম করেন। সালমান শাহর মৃত্যু সবার কাছে এক বড় রহস্য। যে মৃত্যুর জট আজও খোলেনি।
সে উত্তর খুঁজতেই চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানীমূলক বিশেষ তথ্যচিত্র ‘স্মৃতিতে সালমান শাহ’। যেটি প্রচার করা হবে আজ ৬ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে।
বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে তথ্যচিত্রটির গ্রন্থনা ও ধারা বর্ণনা করেছেন তারেক সিকদার। এ ছাড়া মো. বেলাল হোসেনের চিত্রগ্রহণে তথ্যচিত্রটির সম্পাদনা করেছেন তাজদীদ উল ইসলাম। সমন্বয়কের দায়িত্ব পালন করেন দুলাল খান। নির্মাণ তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম ম্যানেজার লিটু সোলায়মান।
এ বিষয়ে সমন্বয়ক ও সালমান শাহর বন্ধু সাংবাদিক দুলাল খান জানান, ‘স্মৃতিতে সালমান শাহ’ তথ্যচিত্রের অনুসন্ধানে অনেক জানা-অজানা বিষয় উঠে এসেছে। তিনি আরও বলেন, এ তথ্যচিত্রে সালমান শাহকে নিয়ে কথা বলেছেন মামলার তদন্ত কর্মকর্তা, মা নীলা চৌধুরী, মামা আলমগীর কুমকুম, স্ত্রী সামিরা, পরিচালক সোহানুর রহমান সোহান, ছটকু আহমেদ, অভিনয়শিল্পী ফেরদৌস, ডন, ঋতুপর্ণা, ভাবনা, নীরব, সাকিব সুলেরী, মালি জাকির, প্রত্যক্ষদর্শী ডলি বেগম প্রমুখ।
এ ছাড়া তথ্যচিত্রে যোগ করা হয়েছে সালমান শাহর আত্মহত্যার চূড়ান্ত প্রতিবেদন জমাদানকারী পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের বক্তব্যও।
নব্বই দশকে চলচ্চিত্রে নতুনত্ব নিয়ে আসেন সালমান শাহ। সবাই যখন অ্যাকশন সিনেমা নিয়ে ব্যস্ত, তখন রোমান্টিক স্টোরি ভিন্ন আঙ্গিকে সামনে নিয়ে আসেন এ অভিনেতা। এছাড়া ১৯৯৩ সালে সালমান শাহ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ দর্শকমহলে অনেক প্রশংসা পায়।
জননন্দিত অভিনেতা সালমান শাহ ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। টেলিভিশন নাটক দিয়ে অভিনয়জীবন শুরু হলেও নব্বই দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় শিল্পী। এ অভিনেতা সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং সব কটিই ছিল ব্যবসাসফল।
সালমান শাহর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে: সব পাখি ঘরে ফিরে (১৯৮৫), সৈকতে সারস (১৯৮৮), নয়ন (১৯৯৫), স্বপ্নের পৃথিবী (১৯৯৬) প্রভৃতি।
এ ছাড়া এ অভিনেতার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে: সুজন-সখী (১৯৯৪), বিক্ষোভ (১৯৯৪), স্বপ্নের ঠিকানা (১৯৯৪), মহামিলন (১৯৯৫), বিচার হবে (১৯৯৬), তোমাকে চাই (১৯৯৬), স্বপ্নের পৃথিবী (১৯৯৬), জীবন সংসার (১৯৯৬), চাওয়া থেকে পাওয়া (১৯৯৬), প্রেম পিয়াসী (১৯৯৭), স্বপ্নের নায়ক (১৯৯৭), আনন্দ অশ্রু (১৯৯৭), বুকের ভিতর আগুন (১৯৯৭) প্রভৃতি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech