প্রকাশিত: ৪:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৩
সিকৃবি প্রতিনিধি :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭টি আবাসিক হলের শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি হয়েছে।
প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. বিশ্বজিৎ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জামাল উদ্দিন ভূঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মুহাম্মদ আতিকুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রেখেছেন হুমায়ূন রশীদ চৌধুরী হলের প্রভোস্ট প্রফেসর ড. জীতেন্দ্র নাথ অধিকারী।
এবছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন অনিক কুমার অজয়। ক্যারমে (একক) রনি আহমেদ ও ক্যারামে (দ্বৈত) চিরঞ্জিত কুমার ঘোষ এবং আবদুল্লা হিল কাফি চ্যাম্পিয়ন হয়েছেন। টেবিল টেনিস এককে জিতেছেন শিমুল মজুমদার এবং টেবিল টেনিস দ্বৈতে জিতেছেন রাকিবুল আলীম স্মরণ ও ইশতিয়াক আহমেদ।
শাহ এ এম এস কিবরিয়া হলে টেবিল টেনিস এককে জিতেছেন আরিফুল ইসলাম এবং টেবিল টেনিস দ্বৈতে জিতেছেন সোহেল রানা ও আরিফুল ইসলাম। একই হলের ক্যারাম এককে জয় অর্জন করলেন আবু লাইস মো. লিহাম এবং ক্যারম দ্বৈতে জয় অর্জণ করেছেন ইজাজ আহম্মেদ ও পায়েল আহম্মেদ, দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন হাসানুল হক ইনু।
হযরত শাহপরান (র) হলে দাবায় চ্যাম্পিয়ন প্রাণকৃষ্ণ রায়, ক্যারাম এককে ফাতিন ইলহাম ফাহিম এবং ক্যারম দ্বৈতে জাহিদুল ইসলাম জুয়েল ও মাশরাফি মাহমুদ জয় পেয়েছেন। শাহপরান হলের টেবিল টেনিসে (একক) চ্যাম্পিয়ন হয়েছেন তানভীন ইয়াসীন তনয় এবং টেবিল টেনিসে (দ্বৈত) যৌথভাবে জয় লাভ করেছেন তোফাজ্জল হোসেন তুহিন ও সারোয়ার জাহান সজীব।
আবদুস সামাদ আজাদ হলে দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন প্রলয় চক্রবর্তী তুষার। ক্যারমে (একক) মো. শাহরিয়ার ইমন ও ক্যারামে (দ্বৈত) শুভ্র দেব এবং মো. সৌরভ হোসেন চ্যাম্পিয়ন হয়েছেন। টেবিল টেনিস এককে জিতেছেন মাহফুজ জামান মুন এবং টেবিল টেনিস দ্বৈতে জিতেছেন মেহেদী হাসান লিংকন ও মেহেদী হাসান পুলক।
সুহাসীনি দাশ হলে টেবিল টেনিস এককে জিতেছেন মরিয়ম আক্তার লিমা এবং টেবিল টেনিস দ্বৈতে জিতেছেন মরিয়ম আক্তার লিমা ও কারিমা সুলতানা। একই হলের ক্যারম এককে জয় অর্জন করলেন মোছা. লামিয়া আক্তার এবং ক্যারম দ্বৈতে জয় অর্জন করেছেন মোছা. লামিয়া আক্তার ও ছাদিয়া শবনম স্বর্ণা। দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন মোছা. লামিয়া আক্তার।
শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে দাবায় চ্যাম্পিয়ন মুন্নী রাণী দাশ। ক্যারম এককে খাদিজা সুলতানা স্নিগ্ধা এবং ক্যারম দ্বৈতে আরিফা আক্তার ও নুরশাত জাহান তন্নী জয় পেয়েছেন। ফজিলাতুন্নেসা মুজিব হলের টেবিল টেনিসে (একক) চ্যাম্পিয়ন হয়েছেন আরিফা আক্তার এবং টেবিল টেনিসে (দ্বৈত) যৌথভাবে জয় লাভ করেছেন রোকেয়া রওশন বিনতে আমীর ও আরিফা আক্তার।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট, কর্মকর্তা ও কর্মচারী এবং ছাত্র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Editor & Publisher : - Sohel Ahmed
764 great west road,isleworth, London. UK Mobile : +447438548379
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech