বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৪তম প্রয়াণ দিবস আজ

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩

বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৪তম প্রয়াণ দিবস আজ

ডায়াল সিলেট ডেস্ক :: একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৪তম প্রয়াণ দিবস আজ ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার)।

 

এ উপলক্ষে শাহ্ আবদুল করিম পরিষদের আয়োজনে বাউল সম্রাটের নিজ বাড়ি দিরাই উপজেলার উজানধল গ্রামে ‘দোয়া ও করিম গীতি আসর’র আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে সকলের দোয়া ও উপস্থিতি কামনা করা হয়েছে।


বাউলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান হবে জানিয়ে শাহ্ আবদুল করিমের ছেলে শাহ নূরজালাল বলেন,‘বাড়িতে এখন অনেক দর্শনার্থী আসেন। অথচ তাদের জন্য কোনো শৌচাগার নেই। বাড়ির সামনের গর্তমতন অংশটুকু মাটি ভরাট করা গেলে আগত দর্শনার্থীদের স্থান সংকুলান করা যেত। সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে এ দুটো কাজ করার জন্য আমরা পরিবারের পক্ষ হতে অনুরোধ জানচ্ছি।’

 

0Shares