প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক :: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যে বৈঠক হয়েছে। সেখানে কিম পুতিনকে ‘পবিত্র যুদ্ধে’ (ইউক্রেন যুদ্ধ) রাশিয়ার প্রতি পূর্ণ ও শর্তহীন সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।
উত্তর কোরিয়ার নেতা বলেন, সাম্রাজ্যবাদবিরোধী’ ফ্রন্টে পিয়ংইয়ং সব সময় মস্কোর পাশে থাকবে। তাছাড়া রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ককে অগ্রধিকারমূলক বলেও আখ্যায়িত করেন তিনি। তাদের মধ্যে বৈঠক শুরু হয় রাশিয়ার ভোস্টোচনি কসমোড্রোমে। এর কয়েক ঘণ্টা আগে পূর্ব উপকূলে দুইটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ নভোস্তি জানিয়েছে, বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে কিম রাশিয়ার পূর্ব আমুর অঞ্চলের কসমোড্রোমে পৌঁছান। এর আগেই সেখানে যান পুতিন।
পুতিনের আমন্ত্রণে মঙ্গলবার রাশিয়ায় পৌঁছান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন পুতিন।
উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) নিশ্চিত করে, একটি সামরিক ট্রেনে করে রাশিয়ার উদ্দেশে রওনা দেন কিম জং উন। তার সঙ্গে উত্তর কোরিয়ান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন।
Editor & Publisher : - Sohel Ahmed
764 great west road,isleworth, London. UK Mobile : +447438548379
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech