প্রবাসীদের সেবায় পুলিশের হটলাইন নম্বর

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩

প্রবাসীদের সেবায় পুলিশের হটলাইন নম্বর
মনজু বিজয় চৌধুরী॥  বিদেশে অবস্থানরত মৌলভীবাজার জেলার যেকোনো ব্যক্তি এবং মৌলভীবাজারে অবস্থানরত প্রবাসীদের পরিবারের সদস্য ও স্বজনরা অপরাধ সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে এবং আইনগত পরামর্শ ও সেবা পেতে প্রবাসী কল্যাণ সেলের মোবাইল নম্বর ০১৩২০-১১৯৭৬৫ এ সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ প্রেরণ করুন।
এছাড়া spmoulvibazar@police.gov.bd এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন।
0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ