প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক :: ভিসা ফি বাড়ানোর পরিকল্পনা প্রকাশ করেছে ব্রিটিশ সরকার, যা আগামী ৪ অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন ফি কাঠামোতে বলা হয়েছে, যারা ছয় মাসের ভ্রমণ ভিসার জন্য আবেদন করবে তাদের আগের চেয়ে অতিরিক্ত ১৫ ব্রিটিশ পাউন্ড দিতে হবে। অন্যদিকে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে দিতে হবে ১২৭ পাউন্ড বেশি।
যুক্তরাজ্যের হোম অফিস জানিয়েছে, নতুন সংস্কারের ফলে ছয় মাসের ভ্রমণ ভিসার জন্য আবেদনকারীদের খরচ দাঁড়াবে ১১৫ ব্রিটিশ পাউন্ডে। অন্যদিকে স্টুডেন্ট ভিসার আবেদনের ক্ষেত্রে খরচ দাঁড়াবে ৪৯০ পাউন্ডে।
চলতি বছরের জুলাইতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানান, পাবলিকখাতের মজুরি বৃদ্ধিতে সহায়তার জন্য ভিসার আবেদনের ফি বাড়ানো হবে।
যুক্তরাজ্যের বাড়তি ফি কার্যকর হবে প্রবেশ ছাড়পত্র ও যুক্তরাজ্যে অবস্থান-ত্যাগ করার আবেদনের ক্ষেত্রেও। যার মধ্যে কাজ ও পড়াশুনা ফির বিষয়টিও রয়েছে। তাছাড়া স্পন্সরশিপ সার্টিফিকেটের ফি ও কনফরমেশন ফর একসেপটেন্স ফর স্টাডি ফিও এতে যুক্ত হবে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফি বৃদ্ধির বিষয়টি আগে সংসদে পাস হতে হবে। এরপর এটি কার্যকর হবে।
-সূত্র: দ্য ইকোনমিক টাইমসের
Editor & Publisher : - Sohel Ahmed
764 great west road,isleworth, London. UK Mobile : +447438548379
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech