প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: আকাশজুড়ে গনগনে সূর্যের দখলদারিত্ব। নীল আকাশে নেই মেঘের ঘনঘটা। রি রি বাতাসও নেই প্রকৃতিতে। কেবল সূর্যের তীব্র রশ্মি যেন আগুনের গোলা ছুঁড়ছে ধরনীতে।বিশেষ করে দিনের অসহ্য গরম সহ্য করে জীবিকার তাগিদে ঘরে বসে নেই সিলেটের খেটে খাওয়া মানুষ। তীব্র গরম উপেক্ষা করে জীবিকার তাগিদে কর্মঘণ্টা ব্যয় করেছেন তারা।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন মাছ ব্যবসায়ী সিরাজ আলী। অপরদিকে, মাত্রাতিরিক্ত গরমে মৌলভীবাজারের কমলগঞ্জে রেললাইন বাঁকা হয়ে গেছে।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মাছ ব্যবসায়ী সিরাজ আলীর (৬০) মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে উপজেলার দাউদনগর বাজারে এ ঘটনা ঘটে। নিহত সিরাজ আলী হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের বাসিন্দা।
জানা যায়, সিরাজ আলী প্রতিদিনই ফেরি করে গ্রামে গ্রামে মাছ বিক্রি করেন। প্রতিদিনের ন্যায় আজও শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুল সুনাম, জগন্নাথপুর, বিরামচর এলাকায় ফেরি করে মাছ বিক্রি করেন তিনি।
এক পর্যায়ে প্রচন্ড রোদে ক্লান্ত হয়ে দাউদনগর বাজারে আসেন। শরীর অসুস্থ অনুভব হলে রাস্তার পাশে বসে পড়েন।
এসময় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান । হাসপাতালে যাওয়ার পথে দাউদনগর বাজারে মারা যান তিনি।
শায়েস্তাগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন মাছ ব্যবসায়ী সিরাজ আলী প্রচন্ড গরমে কারনে হিট স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
Editor & Publisher : - Sohel Ahmed
764 great west road,isleworth, London. UK Mobile : +447438548379
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech