কুলাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩

কুলাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

ডায়াল সিলেট ডেস্ক :  কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবাসহ আজাদ মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কুলাউড়া পৌরসভার নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় কুলাউড়া পৌরসভার ০৩ নং ওয়ার্ডের নতুনপাড়া এলাকার সুলতান মিয়ার কলোনীতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

এসময় আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ১০১ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত আজাদ মিয়া কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় চুরি, মাদকসহ ৬টি মামলা বিচারাধীন রয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ