সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও দুইজনের মৃত্যু

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও দুইজনের মৃত্যু

ডায়াল সিলেট ডেস্ক :: সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণের আগুনে দগ্ধ আরও দুই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় চারজনের মৃত্যু হল। পাঁচজন এখনো চিকিৎসাধীন।

 

সবশেষ মারা যাওয়া দুজন হলেন তারেক আহমেদ (৩২) ও বাদল দাস (৪১)। তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

 

হাসপাতাল সূত্র জানায়, রবিবার দিবাগত রাতে মারা যান তারেক। আর সোমবার সকালে মারা যান বাদল।

 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, তারেক ও বাদল উভয়ের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

 

উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নগরীর ওই ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটে। এতে নয়জন দগ্ধ হন। তাদের মধ্যে সাতজন ফিলিং স্টেশনের কর্মচারী এবং দুজন পথচারী। তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পরদিন ৬ সেপ্টেম্বর দগ্ধ নয়জনকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। এদের শরীর ১৫-৪০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে বলে জানা গেছে।

 

অন্য দগ্ধরা হলেন- শাহপরান এলাকার বাসিন্দা ও স্টেশনের কর্মচারী মিনহাজ আহমদ, ইমন, মুহিন, সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের বাদল দাস, সদর উপজেলার জাঙ্গাল এলাকার তারেক আহমদ, একই এলাকার রুমান, তাহিরপুরের শ্রীপুরের রিপন মিয়া, একই গ্রামের লুৎফুর রহমান।

 

ফিলিং স্টেশনের মালিক আফতাব আহমদ লিটন জানান, সন্ধ্যার পর কার্যক্রম শেষ করে সবাই স্টেশন বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় কমপ্রেসর কক্ষের একটি বাল্ব চেক করার সময় বিস্ফোরণ ঘটে।

 

0Shares