প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩
দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সন্তুষজনক বলে সরকারি খাস ভূমির সঠিক রক্ষণাবেক্ষণ ও চুরি রোধে তৎপরতা বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবী জানানো হয় এবং চুরি রোধে পৌর সদরে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি, দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান শৈলেন্দ্র চন্দ্র তালুকদার, পরিতোষ রায, মোয়াজ্জেম হোসেন জুয়েল, লিটন চন্দ্র দাস, আলী আহমেদ, একরার হোসেন, দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচি দাস, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, প্রেসক্লাবের অর্থসম্পাদক প্রশান্ত সাগর দাস প্রমুখ।
Editor & Publisher : - Sohel Ahmed
764 great west road,isleworth, London. UK Mobile : +447438548379
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech