ফ্রান্সে ‘হিউম্যান রাইটস্ ভায়োলেসন ইন বাংলাদেশ’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩

ফ্রান্সে ‘হিউম্যান রাইটস্ ভায়োলেসন ইন বাংলাদেশ’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

ডায়াল সিলেট ডেস্ক :: ফ্রান্সে ‘হিউম্যান রাইটস্ ভায়োলেসন ইন বাংলাদেশ’ বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১৭ সেপ্টেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি চারতারকা হোটেলের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

 

সেমিনারের আয়োজক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্স শাখার সদস্য সচিব মোহাম্মদ আলী চৌধুরী।

 

সেমিনারের শুরুতে বাংলাদেশে বিচারবহির্ভুত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের একটি প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

 

পরে মোহাম্মদ আলী চৌধুরীর উপস্থাপনায় সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয় সম্পাদক কন্ঠশিল্পী বেবি নাজনীন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমেদ শাহীন, এফডিএইচআর-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসেন, পলিটিক্যাল প্রিজনার ও মানবাধিকার কর্মী রেমি শাত, সাবেক সেনাসদস্য মীর জাহান, ফ্রান্স-২৪ নিউজের প্রতিনিধি আরিফ উল্লাহ্, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন শাহীন।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সহ-সভাপতি এম এইচ রহিম, সিরাজুর রহমান, মাহবুব আলম রাঙা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্স শাখার আহবায়ক গোলাম মাহমুদ আজম, ফ্রান্স বিএনপির আন্তর্জাতিক সম্পাদক দিব্য রয় প্রমুখ নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মির্জা মাজহারুল ইসলাম।

 

 

0Shares