প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের জুড়ীতে স্বাভাবিক সন্তান প্রসবের প্রায় তিন ঘন্টা পর প্রচুর রক্তক্ষরণের ফলে এক প্রসূতির মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার রাতে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জায়ফরনগর গ্রামে ঘটেছে। পরিবার সূত্রে জানা যায়, জায়ফরনগর গ্রামের বাসিন্দা কাতার প্রবাসী নহরুল ইসলাম আবুল এর স্ত্রী দুই সন্তানের জননী শারমীন আক্তার (২৮) মঙ্গলবার সন্ধ্যা ৭টায় স্থানীয় এক ধাত্রীর মাধ্যমে এক কন্যা সন্তান প্রসব করেন। এর কিছুক্ষণ পর শারমীনের রক্তক্ষরণ হয়। এক পর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে রাত প্রায় ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শারমীনের ৮ বছরের একটি মেয়ে ও ৬ বছরের একটি ছেলে রয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech