শেখ মঈনউদ্দীন এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিলের

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩

শেখ মঈনউদ্দীন এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিলের

মনজু বিজয় চৌধুরী॥  মৌলভীবাজার জেলার ক্রিকেটের অতি পরিচিত মুখ যিনি ছিলেন এবং শমশেরনগর বড়চেগ তরুণ সংঘের সাবেক অধিনায়ক মরহুম শেখ মঈনউদ্দীন এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে, আগামী শুক্রবার বাদ এশা বড়চেগ প্রাইমারী স্কুল মাঠে।কমলগঞ্জ, শমশেরনগর, বড়চেগর তরুণ সংঘের সাবেক অধিনায়ক শেখ মইনুউদ্দীনের এক বছর হয়ে গেল আমাদের মাঝে নাই। আল্লাহ তায়ালা প্রিয় ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন। শমশেরনগর ক্রীরাংগনের সকল ক্লাবের উদ্যোগে এবং বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়াঅনুরাগী হাজ্বী শাহ্ আলম সাহেবের সহযোগিতায় Online Bangla চ্যানেলের শমশেরনগরের সনঞ্চালনায়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে আপনারা সবাই আমন্ত্রিত বড়চেগ তরুণ সংঘ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ