প্রকাশিত: ৩:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশের মানুষ ভোটাধিকার, বাক স্বাধীনতা ও বেঁচে থাকার অধিকার চায়। আর আওয়ামী লীগ মানুষের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। আওয়ামী লীগের অধীনে কখনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই মানুষ এই সরকারের পতন চায়। আর সরকার পতনের এক দফা দাবীতে বিএনপি বুধবার ভৈরব থেকে রোড মার্চ শুরু করবে। বিকেল ৪ টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে রোড মার্চের সর্বশেষ সমাবেশ অনুষ্ঠিত হবে। আমাদের মৌলিক অধিকার আদায়ের জন্য এই সমাবেশে যোগ দেয়া সকলের নৈতিক দায়িত্ব। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাবেশে যোগদান করে সরকার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে।
২১ মার্চের রোড মার্চ পরবর্তী সমাবেশ সফল করতে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কদমতলী এলাকায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। তাই চলমান আন্দোলনকে সফল করতে সামনের দিকে এগিয়ে যেতে হবে। রোড মার্চ পরবর্তী সমাবেশকে সফল করে প্রমাণ করতে হবে সরকার পতনের আন্দোলনে দেশবাসীর সাথে সিলেটবাসীও ঐক্যবদ্ধ।
এসময় উপস্থিত ছিলেন ইকবাল বাহার চৌধুরী, গোলাম রব্বানী, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, কোহিনুর আহমদ, রফিকুল ইসলাম শাহপরান, অ্যাডভোকেট মোস্তাক আহমদ, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, শামসুর রহমানসুজা, বখতিয়ার আহমদ ইমরান, আকবর হোসেন, তোফায়েল আহমদ সুহেল, সুহেল ইবনে রাজা, রায়হানুল হক, রিফল আহমদ, জুয়েল আহমদ, রাসেল আহমদ, লুৎফুর রহমান, জামাল আহমদ, লিটন মিয়া প্রমুখ।
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
isleworth, London. UK Mobile : +447438548379
Editor & Publisher : - Sohel Ahmed
Design and developed by AshrafTech