প্রকাশিত: ২:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে বদলি করা হয়েছে ৪ কর্মকর্তাকে। বুধবার পুলিশ সদরদপ্তরের (পার্সোনেল ম্যানেজমেন্ট-২) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তােদের মধ্যে ১৭ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৮ জন সহকারী পুলিশ সুপার।
সিলেট বিভাগে বদলি হওয়া ৪ জন হলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুবাস চন্দ্র সাহা। তিনি ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (টি.আর) ছিলেন।
মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম। তিনি নীলফামারি সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সহকারী কমিশনার কামরুল ইসলাম। তিনি চট্টগ্রাম আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার ছিলেন।
সুনামগঞ্জের তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাসিম উদ্দিন। তিনি সিআইডি’র সহকারী পুলিশ সুপার ছিলেন।
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
isleworth, London. UK Mobile : +447438548379
Editor & Publisher : - Sohel Ahmed
Design and developed by AshrafTech