প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩
কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেটে এসে পৌচেছে বিএনপির রোডমার্চ। সরকার পতনের একদফা দাবিতে ভৈরব থেকে শুরু হওয়া রোডমার্চটি সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিলেট এসে পৌছে।
এরপর বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে রোডমার্চটি আলিয়া মাদ্রাসা মাঠে যায়। রাত ৮ টায় এ রিপোর্ট লেখার সময় সেখানে সমাবেশ চলছে।
বিকেল ৫ টায় রোডমার্চটি সিলেট এসে পৌছার কথা ছিলো। তবে বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ের প্রায় ৩ ঘন্টা পর সিলেট আসে। বৃহস্পতিবার দুপুর থেকে সিলেটে তুমুল বৃষ্টি হচ্ছে। এ রিপোর্ট লেখার সময়্ও বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি উপেক্ষা করে জনসভা স্থল আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। বৃষ্টির মধ্যে শ্লোগান দিচ্ছেন তারা।
এছাড়া বৃষ্টিতে শেরপুর বিএনপির পথসভার প্যান্ডেল খসে গেছে বলে জানা গেছে।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেট পর্যন্ত এই রোড মার্চ করছে বিএনপি। বৃহস্পতিবার সকালে ভৈরবের দুর্জয় মোড় বাসস্ট্যান্ড থেকে রোডমার্চটি শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুর হয়ে সন্ধ্যায় সিলেটের আলিয়া মাদারাসা মাঠে এসে রোডমার্চ শেষ হয়।
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
isleworth, London. UK Mobile : +447438548379
Editor & Publisher : - Sohel Ahmed
Design and developed by AshrafTech