জিনাত বরকতুল্লাহ আর নেই

প্রকাশিত: ৪:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩

জিনাত বরকতুল্লাহ আর নেই

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক

 

বিনোদন ডেস্ক :: অভিনেত্রী বিজরী বরকতউল্লার মা একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। বিজরী বরকতউল্লাহর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ বুধবার বিকেল পৌনে ৫টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

 

জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন জিনাত বরকতুল্লাহ। চলতি বছরের শুরুর দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালেও ভর্তি হন গুণী এই শিল্পী।

 

স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্যচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিনাত বরকতুল্লাহ। নৃত্যে বিশেষ অবদানের জন্য সরকার তাকে ২০২২ সালে একুশে পদক প্রদান করে।

 

শুধু নৃত্যচর্চায় নয়, ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবেও যাত্রা শুরু করেন তিনি। এরপর প্রায় ৮০টি টিভি নাটকে অভিনয় করেছেন।

 

ব্যক্তিগত জীবনে নাট্যকার মোহাম্মদ বরকতুল্লাহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ৩ আগস্ট মোহাম্মদ বরকতুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

 

রাষ্ট্রপতির শোক : একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতউল্লাহর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার রাতে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক শোকবার্তায় তিনি শোক প্রকাশ করেন।

 

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, জিনাত বরকতউল্লাহর মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

 

প্রধানমন্ত্রীর শোক : একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান নৃত্য ও অভিনয় শিল্পী জিনাত বরকতউল্লাহর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বুধবার রাতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, জিনাত বরকতউল্লাহর মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

 

ঢাবি উপাচার্যের শোক : একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও বরেণ্য অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

 

বুধবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জিনাত বরকতুল্লাহ ছিলেন দেশের একজন খ্যাতিমান নৃত্যশিল্পী ও অভিনেত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারী এই শিল্পী দেশের নৃত্যশিল্পের বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলনে অসাধারণ অবদান রেখেছেন। নৃত্যশিল্পীর পাশাপাশি তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন গুণী এই শিল্পীর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি সাধিত হলো। দেশের নৃত্য শিল্পের উন্নয়ন ও বিকাশে অনন্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।

 

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক : একুশে পদকপ্রাপ্ত বরেণ্য নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতউল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

 

বুধবার এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

 

শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্যচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জিনাত বরকতউল্লাহ। তিনি তার কর্মের মধ্যদিয়ে সংস্কৃতি অঙ্গনে দীর্ঘদিন বেঁচে থাকবেন।

 

0Shares