প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক : কমলগঞ্জে একাধিক মামলার পলাতক আসামি ডাকাত জসিম প্রকাশিত জাসিম মিয়া গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জসিম প্রকাশিত জাসিম মিয়া কমলগঞ্জ থানাধীন ০৯নং ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের শ্রাবন প্রকাশিত ছাবন মিয়ার ছেলে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) এসআই(নিঃ)/ হারুন অর রশিদ চৌধুরী, এসআই(নিঃ)/ মহাদেব বাছাড় ও এএসআই(নিঃ)/ পরিমল চন্দ্র শীল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে একাধীক ডাকাতি মামলা ও পরোয়ানার দীর্ঘদিনের পলাতক আসামী জসিম প্রকাশিত জাসিম মিয় ‘কে ঢাকা হইতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী জসিম প্রকাশিত জাসিম মিয়া এর বিরুদ্ধে ১। কমলগঞ্জ থানার মামলা নং-১৭, তারিখ- ২০/০৭/২০১৭ ইং, জিআর- ১৩১/২০১৭, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ২। কমলগঞ্জ থানার মামলা নং-১২, তারিখ- ১৪/০৩/২০১৬ ইং, জিআর- ৪৮/১৪, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ৩। কমলগঞ্জ থানার মামলা নং-১৩, তারিখ- ১৪/০৩/২০১৬ ইং, জিআর- ৪৯/১৬, ধারা- ১৯(a) ১৮৭৮ সালের অস্ত্র আইন, ৪। কমলগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ- ১৬/০৫/২০১৭ ইং, জিআর- ৮৩/১৭, ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড, ৫। রাজনগর থানার মামলা নং-৩৩, তারিখ- ২৭/০৫/২০১৭, জিআর-১১৩/১৭, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড, ও ৬। মোগলাবাজার থানার মামলা নং-০১, তারিখ- ০৭/০৫/২০১৮, ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড, ৭। মৌলভীবাজার সদর থানার মামলা নং-১৩(০১)১৬, ধারা- ৩৯৫/৩৯৭, ৮। বড়লেখা থানার মামলা নং-১২(০৭)১৮, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড, সর্ব মোট ৮টি মামলা রহিয়াছে।
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
isleworth, London. UK Mobile : +447438548379
Editor & Publisher : - Sohel Ahmed
Design and developed by AshrafTech