প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালতের ৩ হাজার ২৫ কেজি অবৈধ চা পাতা জব্দ ও ২ লক্ষ টাকার অর্থদন্ড প্রদান করেন। শুক্রবার সকালে শ্রীমঙ্গল সোনারবাংলা রোডের তানভীর টি হাউজ নামের প্রতিষ্ঠানের এ চা পাতা জব্দ ও তার মালিককে এ অর্থদন্ড প্রদান করা হয়।
চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, গোডাউনে নিলাম বহির্ভুত অবৈধ চা মজুদ এবং অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের চা প্যাকেটজাত করে অনুমোদনহীন বিভিন্ন ব্র্যান্ডে বিক্রয়ের অপরাধে শ্রীমঙ্গলের তানভীর টি হাউজকে দুই লক্ষ টাকার অর্থদন্ড করা হয়। জব্দকৃত চায়ের বাজার মূল্য ৬ লক্ষ ৩৫ হাজার টাকা বলে জানান চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন।
বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন জানান, সোনার বাংলা রোডে অবস্থিত তানভীর টি হাউজ থেকে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল চায়ের প্যাকেট এবং সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা চোরাই চা জব্দ করা হয়। এছাড়া ৭টি চায়ের গুদামও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক সমর মিয়া উপস্থিত ছিলেন।
চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন আরও জানান, প্রতিষ্ঠানটি আইন অমান্য করে দীর্ঘদিন ধরে নিলাম বহির্ভুত অবৈধ চা মজুদ এবং বিপণনের সাথে জড়িত। এতে একদিকে অস্বাস্থ্যকর নিম্নমানের চা ভোক্তাদের কাছে পৌঁছে যাচ্ছে অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। চায়ের অবৈধ ব্যবসা বন্ধে সারাদেশে এ ধরণের অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে উক্ত গোডাউনে বাংলাদেশ চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত ২শ বস্তা চা পাতা জব্দ করে। আবওহায়া ও প্রচুর বৃষ্টিপাত হওয়ায় ওই দিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান সাময়িক বন্ধ করে ওই গোডাউনসহ সিলগালা করে রাখা হয় এবং শুক্রবার সকালে উল্লেখিত গোডাউনে বাংলাদেশ চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ওই পরিমান চা পাতা জব্দ ও নগদ ২লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech