মৌলভীবাজারে প্রায় ১০ বছর পর সেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন কাল

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩

মৌলভীবাজারে প্রায় ১০ বছর পর সেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন কাল

ডায়াল সিলেট ডেস্ক :  প্রায় ১০ বছর পর মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন কাল (রোববার) অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে মৌলভীবাজার জেলা শহরে নেতাকর্মীদের মধ্যে চলছে সাজসাজ রব। শহরের সড়কগুলো ছেঁয়ে গেছে নেতাকর্মীদের রংবেরঙের ফেস্টুন আর তোরণের সাজে।মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্খিত এই সম্মেলন। সম্মেলনকে ঘিরে মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। এতে প্রধান অতিথি হিসেবে আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’র প্রতিষ্ঠাতা সভাপতি আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমের উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

বৈরী আবহাওয়া ও লগুচাপ ডিঙ্গিয়ে মঞ্চ ও সম্মেলনের প্রস্তুতির কাজ সারতে ব্যস্থ সময় পার করছেন সেচ্ছাসেবকলীগসহ আওয়ামী অঙ্গ সংগঠনের জেলা নেতাকর্মীরা। শহরের সবগুলো সড়কে লাগানো হয়েছে অসংখ্য তোরণ। সেসব তোরণে কেন্দ্রীয় নেতাকর্মীর ছবির পাশাপাশি শোভা পাচ্ছে জেলা স্বেচ্ছাসেবক লীগে বিভিন্ন পদ প্রত্যাশী নেতাকর্মীদের ছবি। এসব তোরণে তারা সংগঠনটির আগামীর সভাপতি ও সাধারণ সম্পাদক হতে জানান দিচ্ছেন।

এদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি মো. নজমুল হক বলেন, ২০১৪ সালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সম্মেলনে আমাকে সভাপতি এবং মোজাম্মেল হক রাব্বিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এরপর দীর্ঘ দশ বছর আর কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। ফলে এই সম্মেলনকে ঘিরে ছোট-বড় সব নেতাকর্মীদের মধ্যে এক প্রকার আনন্দের জোয়ার বইছে। সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি।

দলীয় সূত্রে জানা গেছে, ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে চার জন ও সাধারণ সম্পাদক পদে পাঁচ জন তাদের পরিচয়পত্র ইতিমধ্যে জমা দিয়েছেন। এছাড়াও ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ