প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ১। বিপ্লব রায় সাগর (৩২) এবং ২। গোবিন্দ নমসূত্র (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আজ (২৪ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারস্থ প্রদীপ বাবুর ওয়ার্কশপের সামনে অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করেন।
এসময় আটককৃত বিপ্লব রায়ের দেহ তল্লাশী করে তার পরনের প্যান্টের পকেটের ভেতরে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১২০ পিস খয়েরী রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত অপর আসামি গোবিন্দ নমসূত্রকে তল্লাশি করে তার পরনের লুঙ্গির কোছা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০ পিস খয়েরী রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃত দুইজনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১০(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পূর্নাঙ্গ নাম ঠিকানা : ১। বিপ্লব রায় @ সাগর (৩২), পিতা- মৃত বিজয় রায়, সাং- প্রাত্রিকুল (ইউপি-বনবীর), থানা- শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার,
২। গোবিন্দ নমসূত্র(৩০), পিতা- বিষ্ণু নমসূত্র, সাং-পাহাড়পুর (ইউপি-আউশকান্দি), থানা-নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
isleworth, London. UK Mobile : +447438548379
Editor & Publisher : - Sohel Ahmed
Design and developed by AshrafTech