মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

ডায়াল সিলেট ডেস্ক :  বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি সন্ত্রাসী কার্যক্রমের চেষ্টা করছে। আমাদের সরকার জনগণের সরকার। শেখ হাসিনার পায়ের তলায় মাটি আছে, দেশের জনগণ আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পাশে আছে। আমরা কাউকে পরোয়া করি না। আমাদের সংবিধানের পবিত্রতা যেকোনো মূল্যে রক্ষা করবো।
রোববার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাছিম। এর আগে দুপুরে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
বেলা দেড়টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
এছাড়াও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ।
স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুল হক, উপ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন প্রমুখ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ