কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাইমাল সহ সক্রিয় চোর চক্রের ৫জন চোর গ্রেফতার

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩

কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাইমাল সহ সক্রিয় চোর চক্রের ৫জন চোর গ্রেফতার

মনজু বিজয় চৌধুরী॥ কমলগঞ্জ থানাধীন উত্তর গুলের হাওর (ভদ্রগাঁও) সাকিনে অজ্ঞাতনামা কয়েকজন চোর একটি বাড়ীতে রাত্রিবেলা সঙ্গোপনে প্রবেশ করিয়া ঘরের ভিতরে থাকা মুল্যবান জিনিসপত্র চুরি করিয়া নিয়া যায়। ১৪/০৯/২০২৩ ইং তারিখ  উক্ত চুরির ঘটনার বিষয়ে কমলগঞ্জ থানায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে একটি চুরির মামলা রুজু হয়। বর্নিত চুরির ঘটনায় জড়িত থাকা আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অফিসার ইনচার্জ কমলগঞ্জ থানা একটি বিশেষ টিম গঠন করিয়া কমলগঞ্জ থানায় অভিযান পরিচালনা করেন। তথ্য প্রযুক্তি ও গোপন সূত্রের মাধ্যমে কমলগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান পরিচালনা করিয়া বর্নিত চুরির ঘটনার সহিত জড়িত ১। রাজু আহমেদ প্রকাশ জাহান মিয়া(২৩), পিতা- মোঃ সোরাব মিয়া, সাং- দক্ষিন কানাইদেশী, থানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজারকে গ্রেফতার করিয়া তাহার নিকট হইতে চুরি হওয়া একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং তাহার দেওয়া তথ্য মতে তাহার সহযোগী আসামী ২। জসিম আলী প্রকাশ জসিম মিয়া প্রকাশ চোরা জসিম(৪৭), পিতা- কনা মিয়া, সাং- পূর্ব জালালপুর, থানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজারকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে একটি মোবাইল ফোন উদ্ধার করতঃ চুরির ঘটনার সহিত জড়িত ৩। ওয়াহিদ মিয়া(৪০), পিতা- মোঃ হাসন মিয়া, সাং- রাজকান্দি, ৪। মোঃ আব্দুল লতিফ(৩৯), পিতা- আজিজুল রহমান, সাং- পূর্ব জালালপুর, ৫। শাকিল আহমদ(২২), পিতা- মোঃ তাজ উদ্দিন, সাং-দক্ষিন কানাইদেশী, সর্ব থানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজারদেরকে গ্রেফতার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদ করিয়া চুরি যাওয়া ০৪(চার) আনা ওজনের এক জোড়া স্বর্নের কানের দোল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগন ঘটনার সহিত জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। আসামী বিজ্ঞ আদালতে ঘটনার দায় স্বীকার করিবে বলিয়া জানায়। আসামীগন কমলগঞ্জ থানা এলাকা সহ বিভিন্ন এলাকায় চুরি করিয়া থাকে বলিয়া জানা যায়। আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে।

0Shares