প্রকাশিত: ৩:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক মহিউদ্দিন শিরুর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার মহিউদ্দিন শিরু স্মৃতি পরিষদ ও তার পরিবারের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।
মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দুপুরে খতমে কুরআন ও বাদ আছর হযরত শাহজালাল রহ. মাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মরহুমের কবর জিয়ারত করা হয়। বাদ মাগরিব নগরীর ধোপাদিঘির পূর্বপাড়ে মরহুমের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলপূর্ব স্মৃতিচারণে অংশ নেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ ড. আবুল ফতেহ ফাত্তাহ, মরহুমের বড়ভাই অ্যাডভোকেট নূর উদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, জ্যেষ্ঠ সাংবাদিক দেলওয়ার হোসেন জিলন, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।
মহিউদ্দিন শিরু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন এম এ মালিক হুমায়ুন, ফয়জুল হক, আমিরুল হোসেন চৌধুরী আখলু, সাংবাদিক আনোয়ার হোসেন, সেলিম আহমদ, হাফিজ মোস্তাফিজুর রহমান, রুহুল কুদ্দুছ মাছুম, মো. তছির খান, জাবেদ আহমদ, রিয়াজ আহমদ, দুলাল মিয়া, লুৎফুর রহমান প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আমিন উদ্দিন।
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
isleworth, London. UK Mobile : +447438548379
Editor & Publisher : - Sohel Ahmed
Design and developed by AshrafTech