প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে কাবুল ইসলামের নৌকা শাহ মোস্তফার তরী। প্রতিযোগিতায় অংশ নেয়া অপর আট নৌকাকে হারিয়ে প্রথম স্থান অধিকার করেছেন শাহ মোস্তফার তরীর বাইচালরা।
বুধবার ২৭ সেপ্টেম্বর প্রতিযোগিতা শেষে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে বিজয়ী কাবুল ইসলামের হাতে পুরষ্কার তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ এমপি। বিজয়ী দলকে এসময় উপস্থিত জনতা হৈ-হুল্লোড়ের মধ্য দিয়ে অভিবাদন জানান। কাবুল ইসলাম রাজনগরের বরগাঁও গ্রামের মরহুম আব্দুর রউফ চেয়ারম্যানের ছেলে।
আজকের নৌকাবাইচ প্রতিযোগিতায় ব ন্দু ক নামের নৌকাটি দ্বিতীয় হয়েছে। ব ন্দু ক নৌকা দিশালোকের সুমন তরফদারের। আর তৃতীয় স্থান অধিকার করেছে রাজনগরের পাঁচগাঁওয়ের শাহ পরানের তরী। এটির মালিক ইয়ামিন আহমদ।
বুধবার শুরু হয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। ই মৌলভীবাজার সদরের চাদনীঘাট ব্রীজ, শান্তিবাগের ওয়াকওয়ে, নদীর দুই পাড়ে সমবেত হচ্ছিলেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হতেই সমবেত মানুষের ঢল রূপ নেয় মহাসমাবেশের মতো। এবার নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেছিল মৌলভীবাজার পৌরসভা। আয়োজনের আহবায়ক ছিলেন পৌর কাউন্সিলর জালাল আহমদ। প্রতিযোগিতা শেষে বিজয়ী তিনটি নৌকার মালিকের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
পুরস্কার বিতরণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, পৌর কাউন্সিলর মাসুদ আহমদ, সালেহ আহমদ পাপ্পু, অ্যাডভোকেট পার্থ সারথি পাল প্রমুখ।
দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পৌর মেয়রের উদ্যোগে আবারও এই প্রতিযোগিতা ফিরে আসায় খুশি স্থানীয়রাও। তাছাড়া, এ বছর মৌলভীবাজারে শান্তিবাগস্থ মনু রিভার ওয়াকওয়ে হওয়ায় প্রতিযোগিতা দেখতে আসা লোকজনও জানিয়েছেন সন্তুষ্টির কথা।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech