রাজনগরে শাহ্ জালাল (রহ.) কিশোর ও যুবকল্যাণ পরিষদের জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) পালিত

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৩

রাজনগরে শাহ্ জালাল (রহ.) কিশোর ও যুবকল্যাণ পরিষদের জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) পালিত
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাছাড়ীতে শাহ্ জালাল (রহ.) কিশোর ও যুবকল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় জশনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় শাহ্ জালাল (রহ.) কিশোর ও যুবকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেন শাকিব এর পরিচালনায় ও আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা আজিজুর রহমান তালেব উদ্দিন এর নেতৃত্বে জুলুস কাছাড়ী থেকে কেন্দ্রীয় ঈদগাহের পাশ দিয়ে হরিপাশা বাজারে ক্বাদেরীয়া মসজিদে গিয়ে সমাপ্ত হয়।
এসময় মিলাদ, নাতে রাসূল(দ.) ও নারায়ে রিসালাত স্লোগানে মুখরিত হয়ে উঠে কাছাড়ী ও হরিপাশার গ্রামের পথ-পান্থর। জুলুস শেষে দেশ ও মুসলিম জাতির কল্যাণে মোনাজাত করেন গাউছুল আযম জামে মসজিদের ইমাম মাওলানা জুনায়েদ রেযা।
0Shares