খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে : নাসিম হোসাইন

প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৩

খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে : নাসিম হোসাইন

ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন বলেছেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী দেশের মানুষের সমর্থন চান না, কারণ দেশের শতকরা ৫ ভাগ জনগণও তাকে সমর্থন করেন না।

 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নাসিম হোসাইন বলেন, তিনি বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, হাজার হাজার ভুয়া মামলার জননী তিনি। ক্ষমতাকে আঁকড়ে রাখতে জনগণের ট্যাক্সের টাকায় চলা আইনশৃঙ্খলা বাহিনীর চেইন অব কমান্ডকে ভেঙে দেয়া হয়েছে। দেশের গণতন্ত্রকামী জনগণের নামে হাজার হাজার গায়েবি মামলা দেয়া হয়েছে। বিরোধীদলকে দমন-নিপীড়ন করতে পুলিশ বাহিনীকে নির্লজ্জভাবে ব্যবহার করা হয়েছে। তারা দূর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে দিয়েছে। এভাবে তো একটি দেশ চলতে পারে না।

 

নাসিম হোসাইন বলেন, আপনাদের দিন ফুরিয়ে এসেছে, পায়ের নিচে মাটি নেই। শেখ হাসিনা ষড়যন্ত্র করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহন্তরীণ করে রেখেছে। তিনি গুরুতর অসুস্থ হওয়ার পরও তাকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না। ১৮ কোটি মানুষের আস্থার প্রতীক দেশনেত্রীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। বেগম জিয়ার মুক্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।

 

তিনি বৃহস্পতিবার বিকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ও সুনামগঞ্জের কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়ে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম, সিলেট-এর পক্ষ থেকে মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

 

মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম-এর আহবায়ক তোফাজ্জল হোসেন বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব এমদাদুল হক স্বপনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রব্বানী, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজিবুর রহমান নজির, সিলেট জেলা যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটওয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, আনোয়ার হোসে মানিক, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মহানগর বিএনপির নেতা নাদির খান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাকিল মোর্শেদ, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার।

 

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম খসরু, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি এম এ মুকিত, সাধারণ সম্পাদক জামাল আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুনিম আহমদ, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমী, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বকস, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল হাসিম ডালিম, সহ-সভাপতি সোহেল মিয়া, সিলেট জেলা ও মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য লিটন আহমদ, কয়েছ আহমদ, মাহফুজুস সামাদ চৌধুরী, জি এম বাপ্পী, রায়হান আহমদ, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, মতিউর রহমান আফজল, ইসহাক আহমদ, এস এম পলাশ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আমীর আলী, রুনু আহমদ, সদস্য হাবিবুর রহমান হাবিব, আলফুজ্জামান বকুল, দুলাল আহমদ, জুবেদ আমীরি, জামাল আহমদ খান, সালাম আহমদ, আব্বাস উদ্দিন, আহমদ খান জুনেদ, সুয়েব আহমদ, রিপন চৌধুরী, তোফায়েল আহমদ, আব্দুস সালাম টিপু, আনোয়ার হোসেন রাজু, জুবেদ আলী লখন, মিয়া মো. ইউসুফ, সৈয়দ মোহাদ্দীস, নুরুল আমিন, অ্যাডভোকেট আলা উদ্দিন, রুবেল ইসলাম, জহিরুল ইসলাম আলাল, হোসেন আহমদ চৌধুরী রনি, মোফাজ্জল হোসেন মুর্শেদ, এম এ সামাদ, হিফজুর রহমান, আব্দুল মজিদ বাবুল, জুনায়েদ আহমেদ জুনেদ, সামসুল ইসলাম জাবির, ইমন আহমদ, সাদ্দাম হোসেন লিটু, লায়েক আহমদ, নজরুল ইসলাম, সাগর হাসান মামুন, বাহার আহমেদ, মামুন আহমদ, দিলোয়ার আহমেদ, মারুফ আহমদ অনিক, রেদোয়ান আহমেদ, সুবেল আহমদ, ফাহাদ আহমেদ রাসেল, শামিম আহমদ, শাহিন আহমদ, রাজিব হোসেন, জুয়েল আহমদ, মাবিয়া হোসেন প্রমুখ।

 

 

0Shares