প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৩
স্পোর্টস ডেস্ক :: অনেক বিতর্ক হলো। হলো অনেকরকম আলোচনা। এরই মধ্যে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। আজ শুক্রবার গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
মাঠের লড়াই শুরু হচ্ছে আজ। তার আগে অধিনায়ক সাকিব আল হাসানকে দেখা গেলো বেশ উজ্জীবিত চেহারায়। অনুশীলনের পর সাকিব কথা বলছেন, মনোযোগ দিয়ে শুনছেন সতীর্থরা। কোচিং স্টাফরাও সাকিবের কথার মনোযোগী শ্রোতা।
নেতা সাকিবকে দেখা গেলো অনুশীলনের পর পুরো দলকে ব্রিফিং করতে। বোঝাই গেলো, দলকে চাঙা করতে কোনো এক টোটকা ছুড়ে দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বিসিবির ফেসবুক পেজে এক ভিডিওতে দেখা গেছে এমন চিত্র। বাংলাদেশ দল ম্যাচের আগের দিন স্ট্রেচিং করেছে, খেলেছে গা গরমের ফুটবল, করেছে ব্যাটে-বলে অনুশীলনও।
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
isleworth, London. UK Mobile : +447438548379
Editor & Publisher : - Sohel Ahmed
Design and developed by AshrafTech