ঢাকা ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
রাজনগরের কাছাড়ী গাউছুল আযম জামে মসজিদে শানে মোস্তফা (দ.) ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৩
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাছাড়ী গ্রামে গাউছুল আযম জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে শাহ্জালাল (রহ.) কিশোর ও যুবকল্যাণ পরিষদের উদ্যোগে এবং বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কাছাড়ী শাখার ব্যবস্থাপনায় শানে মোস্তফা (দ.) ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন গাউছুল আযম জামে মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা আনুর মিয়া (কালা মিয়া)।
মসজিদের মোতাওয়াল্লী ক্বারী জাকির হোসেন শাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলভীবাজার জেলা শাখার অন্যতম নেতা সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা শফিকুল হাসান রেজভী।
প্রধান বক্তা ছিলেন রাজনগর জাবালে নূর মডেল মাদরাসার পৃষ্ঠপোষক মাওলানা ওলীউর রহমান। বিশেষ বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা রাজনগর উপজেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা জুনাইদ রেযা ক্বাদেরী, ইসলামী ছাত্রসেনা কাছাড়ী শাখার সভাপতি হাফিজ ক্বারী সেজু আহমদ।
ওয়াজ ও মিলাদ মাহফিল থেকে প্রবাসী বাংলাদেশী সহ দেশ ও জাতির জন্য মোনাজাত করা হয় এবং তাবারুক বিতরণ করা হয়।