সিলেট সিটিতে নবগঠিত ৪টি ওয়ার্ড বিএনপির আহ্বায়কের নাম ঘোষণা

প্রকাশিত: ৩:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৩

সিলেট সিটিতে নবগঠিত ৪টি ওয়ার্ড বিএনপির আহ্বায়কের নাম ঘোষণা

ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকায় মহানগর বিএনপির নবগঠিত ৪টি ওয়ার্ডের আহ্বায়কের নাম ঘোষণা করা হয়েছে।

 

শনিবার রাতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে।

 

এতে বলা হয়, বিএনপি সিলেট মহানগরের নবগঠিত বর্ধিত ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা ও চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে নবগঠিত ওয়ার্ডসমূহের মধ্যে ৩৬, ৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়কের নাম ঘোষণা করা হলো। যা (৩০ সেপ্টেম্বর) শনিবার থেকে কার্যকর হবে।

 

নবগঠিত ৪টি ওয়ার্ডের আহ্বায়কবৃন্দ হলেন- ৩৬নং ওয়ার্ডের আহ্বায়ক কাজী মুহিবুর রহমান, ৩৭নং ওয়ার্ডের আহ্বায়ক চান মিয়া বাচ্চু, ৩৮নং ওয়ার্ডের আহ্বায়ক হাজী মোহাম্মদ শাহজাহান, ৩৯নং ওয়ার্ডের আহ্বায়ক আলী আহমদ।

 

0Shares