মৌলভীবাজারে ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩

মৌলভীবাজারে ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি

মনজু বিজয় চৌধুরী: মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে কর্মরত ইন্টার্ন নার্স ও মিডওয়াইফরা ভাতার দাবিতে ৪ ঘণ্টা করে প্রতিদিন কর্মবিরতি পালন করছে। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।  ১ অক্টোবর থেকে এ কর্মসূচি পালন করছে। বিভিন্ন দপ্তরে আবেদন করেও সমাধান না পাওয়ায় তারা কর্মবিরতি পালন করছে।  এ সময় তারা বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন তুলে ধরেন। আন্দোলনকারীরা বলেন, তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। মৌলভীবাজারের ৭৫ জন ইন্টার্ন নার্স ও মিডওয়াইফরা এ কর্মসূচিতে যোগ দেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ