লন্ডনে আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর বিএনপি‘র ডিম নিক্ষেপ, আটক ১

প্রকাশিত: ৫:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩

লন্ডনে আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর বিএনপি‘র ডিম নিক্ষেপ, আটক ১

 

সোহেল আহমদ ::  প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফর উপলক্ষে দুই দিনব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে যুক্তরাজ্য বিএনপি।

তাদের দাবি, শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, গুম, খুন, নির্যাতন-নিপীড়ন, দুর্নীতি দুঃশাসনের প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির সকল নেতাকর্মীর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তির দাবীতে এ কর্মসূচী পালন কর হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

যুক্তরাজ্যের সকল ইউনিটের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এর আগে সোমবার তারা হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লন্ডনের হোটেল তাজ এ তারা অবস্থান নেয় পরে তারা কালো প্রতাকা প্রদর্শন করে শ্লোগান দিতে থাকেন। এসময় সেখানে বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

 

 

পরদিন মঙ্গলবার আবারো বিএনপি নেতাকর্মীরা লন্ডনের ওয়েষ্ট মিনিষ্টারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানরত  হোটেল তাজ এর সামনে বিএনপির নেতাকর্মীরা আবারো  ঘেরাও করে রাখে। পরে তারা সেখানে শ্লোগান দেয় এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসা এবং তারেক রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি জানান।

 

 

 

পরে আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর ডিম নিক্ষেপ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল বাছিত তিনি যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি পদে দ্বায়িত্ব পালন করছেন।

 

এদিকে আওয়ামীলীগ -বিএনপি নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান করায় ঐ এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করে। একে অপরের বিরুদ্ধে শ্লোগান দিতে দেখা যায়।

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ