ঢাকা ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২.৪৫ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।
অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অপরাধ সভায় মৌলভীবাজার জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারের অভিন্ন মানদন্ডে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন কুলাউড়া থানার মোঃ আব্দুছ ছালেক।
কুলাউড়া থানার মোঃ আনোয়ার মিয়া সেপ্টেম্বর মাসে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন কুলাউড়া থানার এএসআই মোঃ রুমান মিয়া ।
সদর কোর্টের পুলিশ পরিদর্শক মোঃ ইউনুস মিয়া শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শকের পুরস্কার লাভ করেন। কুলাউড়া কোর্টের এসআই নাজমা বেগম শ্রেষ্ঠ সিএসআই এবং এএসআই জগদীশ চন্দ্র দাস শ্রেষ্ঠ জিআরও নির্বাচিত হন। সদর ট্রাফিক জোনের সার্জেন্ট রূপন চন্দ্র পাল সেপ্টেম্বর মাসে জেলার শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হন।
এছাড়া গত মাসে নিজ নিজ থানা এলাকায় চুরি, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেফতারে ভূমিকা রাখায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এবং রাজনগর থানার এসআই মোঃ সুলেমান আহমদকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
মাননীয় পুলিশ সুপার মহোদয় শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব আনিসুর রহমান, মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জ এবং মৌলভীবাজার জেলার পিবিআই, র্যাব ও সিআইডির প্রতিনিধিবৃন্দ।