ঢাকা ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৩
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্রেকিং দ্য সাইলেন্স এর কোর সাপোর্ট মডেল প্রকল্পের উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে ভুড়ভুড়িয়া চা বাগান দুর্গা মন্দির প্রাঙ্গণে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভুড়ভুড়িয়া চা বাগানের পঞ্চায়েত সদস্য মিঠুন দোষাদের সভাপতিত্বে ও কোর সাপোর্ট মডেল প্রকল্প কর্মকর্তা জুমেনা শাহনাজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্স এর অফিস ইনচার্জ রুবাইয়াত ফেরদৌস, পঞ্চায়েত সদস্য ভানু চাষা।
এলাকার শিশুকিশোর, ভুড়ভুড়িয়া চা বাগানের পঞ্চায়েত সদস্যবৃন্দ ও অভিভাবক দলের সদস্যবৃন্দরা শিশু অধিকার ও শিশু সুরক্ষা নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।